ছাতকে এসএমসির সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময়

0
522
ছাতকে এসএমসির সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময়

হাবিবুর রহমান নাসির, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ ছাতকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ও প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সাথে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক থানার এসআই হাবিবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, প্রধান শিক্ষক মোনায়েম খান, নিত্য রঞ্জন দাস, হেলালুল ইসলাম, মিছবাহুজ্জামান শিলু, জয়নাল আবেদীন। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, এসএমসির সভাপতি গিয়াস উদ্দিন, আফতাব উদ্দিন,আব্দুল গফুর, এড. সিতাব আলী, শাহাব উদ্দিন, আব্দুল আওয়াল, আব্দুস শহীদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, যথা সময়ের আগেই বিদ্যালয়ে আসা এবং নির্ধারিত সময়ের পরে বিদ্যালয় ত্যাগ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। কর্তব্যকালীন সময়কে এবাদত হিসেবে নেয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহবান জানান তিনি। এসএমসির সভাপতিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রধান শিক্ষকদের সাথে সমন্বয় করে আন্তরিকতার সহিত কাজ করলে শিক্ষার অগ্রযাত্রা আরো বেগমান হবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রধান শিক্ষক আব্দুস সহিদ ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষিকা বাসবী চৌধুরী লিলি। এদিকে বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৈফিক হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ছাতক সরকারী বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা জুলকার নাইন প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here