করোনা সংক্রমণের হার কমার দাবি করলো চীন

0
556
সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনায় আক্রান্ত

খবর৭১ঃ
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ১৬৬৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজারের বেশি মানুষ।

বিশ্বের প্রায় ২৬ টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নতুন করে সংক্রমণের হার কমেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।

রবিবার চীনের স্বাস্থ্য কমিশন জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯ জন সংক্রমিত হয়েছে। যা আনুপাতিক হারে আক্রান্তের সংখ্যা কমছে।

এদিকে, করোনাভাইরাসের কার্যকর প্রতিষেধক তৈরিতে চীনকে আর্থিক সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আক্রান্তের সংখ্যা কমায়, করোনা নিয়ন্ত্রণ সম্ভব। এছাড়া সাড়ে আটশো মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলেও জানান কর্মকর্তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চীনের দাবির সমর্থনে বলছে, করোনাভাইরাস মোকাবেলায় সময়মতোই ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তাই বাকি বিশ্ব এই ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পেরেছে বলে মনে করে এই বিশ্ব সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here