ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

0
582
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে সলেমান আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে মিলের মালিকসহ নয়জন আহত হয়েছেন।রোববার সকালে সদর উপজেলার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। সলেমান আলী রাজাগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

আহতরা হলেন-মিলের শ্রমিক সহুল আলম সনু (৬০), মনতাজ রহমান (৫৫), বাদল (২৮), মিলের মালিক রুহুল আমিন (৬৫), তার ছেলে জহরুল ইসলাম (৪৫), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮), পথচারী আরিফ (১৫), আলম (৪৫), আরফিনা (১৬)।

আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকালে চৌরঙ্গী এলাকার রুহুল আমিনের হাস্কিং মিলে নয় শ্রমিক ধান সিদ্ধ করছিলেন। হঠাৎ মিলের বয়লারটি বিস্ফোরিত হয়ে ২০০ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। ঘটনাস্থলে সলেমান আলী নিহত হন।

এ বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন সরকার বলেন, ‘গরম পানিতে আহতদের শরীরের অনেকাংশ ঝলসে গেছে। তাদের চিকিৎসা চলছে।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুহিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here