ঝালকাঠিতে বসন্ত বরণ ও ভালবাসা দিবসে ঘোড় দৌড় এবং গ্রামীণ মেলা

0
636
ঝালকাঠিতে বসন্ত বরণ ও ভালবাসা দিবসে ঘোড় দৌড় এবং গ্রামীণ মেলা

খবর৭১ঃ ফাল্গুণের প্রথম দিন বসন্ত ঋতুকে বরণ করতে এবং বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঘোড় দৌড় এবং গ্রামীণ মেলা।

শুক্রবার বিকেলে উপজেলার বাড়ইকরণ মাঠে বিশেষ দিনের এ আয়োজন করে স্থানীয় যুব সমাজ। আয়োজকরা জানায়, মূলত পহেলা ফাল্গুণ এবং ভালবাসা দিবস উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। প্রতিবছর ফাল্গুণের প্রথম দিন ঘোড় দৌড়ের আয়োজন করা হচ্ছে। এ বছর একই দিনে দুটি উৎসব পড়েছে। ঘোড় দৌড়ে বিভিন্ন স্থানের ৯টি ঘোড়া অংশ নিয়েছে।

তবে এলাকাবাসীকে আনন্দ দেয়ার জন্য ঘোড় দৌড়ের আয়োজন করা হয়। তাই সব প্রতিযোগিকেই পুরস্কার দেয়া হয়। এদিকে ঘোড় দৌড়কে কেন্দ্র করে গ্রামীণ মেলা বসে। মেলা ও ঘোড় দৌড় দেখতে হাজারো মানুষের মিলন মেলায় পরিনত হয় বাড়ইকরণ গ্রামের মাঠ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here