এবার ব্রাজিলে আরেক রহস্যময় ভাইরাসের সন্ধান

0
543
এবার ব্রাজিলে আরেক রহস্যময় ভাইরাসের সন্ধান

খবর৭১ঃ চীনে মহামারী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভয়ঙ্কর এই ভাইরাস ছড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও। এছাড়া, চীনের অন্য এক শহরে বার্ড ফ্লু-রও সন্ধান পাওয়া গেছে।

এসবের মধ্যেই এবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এলো আরো এক অচেনা ভাইরাসের। রহস্যময় সেই ভাইরাস আগে কখনো দেখা যায়নি। সবচেয়ে আতঙ্কের কথা হলো, এর সঙ্গে কোনো জিনই মেলাতে পারছেন না গবেষকরা।

ব্রাজিলে ধরা পড়েছে সেই ভাইরাস। নাম দেওয়া হয়েছে ‘ইয়ারা’ ভাইরাস। এক পৌরানিক মৎস্যকন্যার নামে নামকরণ করা হয়েছে এই ভাইরাসের। এই ভাইরাসের ৯০ শতাংশই চেনা নয় গবেষকদের।

এই ভাইরাসের সঙ্গে কিসের সম্পর্কে আছে, তা বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়।

ব্রাজিলের ফেডেরাল ইউনিভার্সিটিতে এই নিয়ে চলছে গবেষণা। এই প্রথম এই ধরনের একেবারে অজানা ভাইরাস পাওয়া গেল বলে মনে করা হচ্ছে। এর সঙ্গে কোনো জিনই মেলাতে পারছেন না গবেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here