খবর৭১ঃ চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আরো এক বাংলাদেশি শ্রমিক আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। তবে ভাইরাসে আক্রান্ত এ বাংলাদেশির চীন ভ্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, এদিন সিঙ্গাপুরে নতুন করে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক, অপরজন রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসা ক্যাসিনোর কর্মচারী। এর আগে রবিবার সন্ধ্যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়- করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি শনাক্ত হয়েছে সিঙ্গাপুরে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
শুধু বলা হয়েছে, তিনি বাংলাদেশি শ্রমিক।
উল্লেখ্য, এ নিয়ে সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে। এর মধ্যে ২৮ জন পুরুষ এবং ১৭ জন নারী।