ঠাকুরগাঁওয়ে মদ খেয়ে মাতলামি করায় ২ যুবকের কারাদন্ড !

0
643
ঠাকুরগাঁওয়ে মদ খেয়ে মাতলামি করায় ২ যুবকের কারাদন্ড !

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে দুই যুবকের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার গোবিন্দনগর এলাকার আতিটুজ এর ছেলে জেরম (২৫) ও একই এলাকার মিনুজ এর ছেলে প্রনয় (২১)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ-আল-মামুন জানান, জেলা পরিষদের সামনে দেশিয় মদ খেয়ে মাতলামি করছে দুই যুবক এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রথমবারের মতো তাদের সতর্ক করে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শফিকুল ইসলাম, পেশকার বজলুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here