যুব বিশ্বকাপ জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

0
565
যুব বিশ্বকাপ জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

খবর৭১ঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার রাতে যুব টাইগারদের বিশ্বকাপ জয়ের পরপরই প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশা প্রকাশ করেন, তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে।

এদিকে, যুব বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খেলোয়াড়ী মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here