সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে ডাকসু

0
717
সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে ডাকসু

খবর৭১ঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে অনুষ্ঠিত ডাকসুর নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে এ বিষয়ে ডাকসু জিএস গোলাম রাব্বানী জানান, সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে উপাচার্যের সভাপতিত্বে জাতীয় অধ্যাপক ও শিক্ষাবিদদের নিয়ে যে বৈঠক হয়েছিল, তাদের সিদ্ধান্তের সাথে ডাকসুও সম্মিলিতভাবে একমত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য বজায় রাখতে এবং ‘৭৩ এর অর্ডিন্যান্স বহাল রাখতে আমরা গুচ্ছ পরীক্ষায় না যাওয়ার পক্ষে রায় দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here