বেনাপোল সীমান্তে আবারো ৩০ টি স্বর্ণের বারসহ আটক-২

0
478
বেনাপোল সীমান্তে আবারো ৩০ টি স্বর্ণের বারসহ আটক-২
ছবিঃ শেখ কাজিম উদ্দিন, বেনাপোল।

খবর৭১ঃ

শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তে আবারো ৩.৪৯৮ কেজি ওজনের ৩০ টি স্বর্ণের বারসহ ইকবাল হোসেন (৩৪) ও ওমর ফারুক(৩৪) নামে দুই স্বর্ণ কারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকাল ৯ টার সময় বেনাপোল সীমান্তের বড় আচড়া এলাকার ভাংগার মোড় রাস্তার উপর হতে এ স্বর্ণের চালানসহ তাদেরকে আটক করেন ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

আটককৃত ইকবাল হোসেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং ওমর ফারুক একই গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, বেনাপোল বিওপি’তে কর্মরত নায়েক মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে বড় আচড়া ভাংগার মোড় রাস্তার উপর হতে ৩.৪৯৮ কেজি ওজনের ৩০ টি স্বর্ণের বারসহ ০২ জন আসামী আটক করা হয়।

আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ১৬ লক্ষ ৮৭ হাজার ৬’শ টাকা। স্থানীয়রা জানান, দীর্ঘীদন ধরে বেনাপোল সীমান্তের বড় আঁচড়া, গাতিপাড়া, দৌলতপুর, পুটখালী, ভুলোট, রুদ্রপুর, রঘুনাথপুর, ঘিবা ও কাশিপুর সীমান্ত দিয়ে ভারতে পাঁচার হচ্ছে স্বর্ণ আর আসছে ফেন্সিডিলসহ নানা মরণঘাতী মাদকদ্রব্য। মাঝে মধ্যে বিজিবির অভিযানে কয়েকটি চালান আটক হলেও প্রতিদিন ভারতে যাচ্ছে কয়েক মন স্বর্ণ আর দেশে আসছে কয়েক হাজার বোতল ফেন্সিডিলসহ কয়েক মেঃটন গাজা।

যা বিজিবি’র মতো সকল আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ হলে অনেকটা কমানো সম্ভব। স্থানীয়রা আরো বলেন, স্বর্ণ পাঁচার আর মাদকের ব্যবসায় লাভ বেশি হওয়ায় সীমান্তের উঠতি বয়সের যুবকেরা এ ব্যবসার সাথে বেশি সম্পৃক্ত হচ্ছে। আর যারা কালোবাজারির সাথে সম্পৃক্ত আছে তার হিসাব স্থানীয় আইন প্রয়োগকারি সংস্থার কাছে আয়নার মতো পরিস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here