মদন প্রেসক্লাবের সভাপতিকে সস্মাননা প্রদান

0
533
মদন প্রেসক্লাবের সভাপতিকে সস্মাননা প্রদান

আব্দুল আওয়ালঃ নেত্রকোনার মদন উপজেলার এসএসসি ৯২ব্যাচের আয়োজনে উপজেলা প্রেসক্লাবেরনবনির্বাচিত সভাপতি দৈনিক ইত্তেফাক এরসংবাদদাতা আলহাজ্ব আল মাহাবোব আলমআল আমিনকে সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর সদরেরজাহাঙ্গীর মার্কেটে এসএসসি ৯২ ব্যাচের সংগঠনকার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সহ-সভাপতি মো. নুরুল হক খানেরসভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনপ্রেসক্লাব নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আলমাহাবোব আলম আল আমিন, ৯২ ব্যাচ সাধারণসম্পাদক মো. খাইরুল বাশার, মোশারফ হোসেন, জাহাঙ্গীর রুপন, মো. টিপু, দিদারুল হক, ফেরদৌস আহমদ, ফরিদ মিয়া, মো. টোটন,নিকছন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সময় নবনির্বাচিত সভাপতি আল মাহাবোবেরআলমের উদ্যেশে সভায় বক্তারা বলেন, আমরাজানি সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তাইবস্তুনিষ্ঠ সাংবাদিকতা একদিন দেশ ও সমাজকেএগিয়ে নিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here