জন্মের ৩০ ঘণ্টার মাথায় করোনা ভাইরাসে আক্রান্ত নবজাতক

0
489
জন্মের ৩০ ঘণ্টার মাথায় করোনা ভাইরাসে আক্রান্ত নবজাতক

খবর৭১ঃ বাবা-মার অনেক ভালোবাসো নিয়ে পৃথিবীতে জন্ম নেয় এক শিশু। আর জন্মের ৩০ ঘণ্টার মধ্যে সেই শিশুকে নিয়ে পাওয়া দুঃসংবাদে বাকরুদ্ধ বাবা-মা। চীনের উহুন প্রদেশে জন্ম গ্রহণের ৩০ ঘণ্টা পর বুধবার এক নবজাতক আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে।

করোনা ভাইরাসে আক্রান্ত সবচাইতে কম বয়সী হিসেবে রেকর্ড করা হয়েছে এই নবজাতককে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় পাঁচশ মানুষ মারা গেছে।

সিসিটিভি বিশেষজ্ঞদের মতামত নিয়ে জানায়, এই শিশুর মা করোনা ভাইরাসে আক্রান্ত। তার কাছ থেকে গর্ভাবস্থায় অথবা জন্মগ্রহণের পরপর ভাইরাসে আক্রান্ত হয়েছে এই নবজাতক।

এর আগে সিনহুয়া জানায়, সোমবার এক নবজাতক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কিন্তু তার মা ভাইরাসে আক্রান্ত নয়।

চীনের উহুন প্রদেশের একটি মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার কথা জানা গেলেও বিষয়টি প্রমাণিত নয়। দাবি করা হয়, উহুন প্রদেশের ঐ মার্কেট থেকে ভাইরাসটি নববর্ষে বেশি ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন স্থান থেকে মানুষ উহুনে নতুন বছরকে স্বাগত জানাতে উপস্থিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here