নব্য জেএমবির নারী শাখার প্রধান গ্রেপ্তার

0
469
নব্য জেএমবির নারী শাখার প্রধান গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ নব্য জেএমবির নারী শাখার প্রধানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ওই নারীর নাম আসমানী খাতুন ওরফে আসমা ওরফে আমাতুল্লাহ ওরফে বন্দী জীবন ওরফে নীখোজ আলো (২৮)।

গতকাল মঙ্গলবার রাতে তাকে উত্তর কমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আজ ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

আসমানীর গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর থানার খানাপুর দক্ষিণপাড়া গ্রামে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি সূত্র।

জানা গেছে, নব্য জেএমবির নারী শাখার প্রধান হওয়ার পর দীর্ঘদিন ধরে গোপনে অনলাইনে নারী সদস্য সংগ্রহ করছিলেন আসমানী খাতুন। দেশে খিলাফত ও শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও প্রজাতন্ত্রের সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের প্রচেষ্টা গ্রহণ করার উদ্দেশে ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা পরিকল্পনা করেছিলেন কয়েকজন সহযোগীসহ তিনি।

এ বিষয়ে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here