সৈয়দপুরে ফরমানিলমুক্ত মাছ বাজার ঘোষণা

0
1015
সৈয়দপুরে ফরমানিলমুক্ত মাছ বাজার ঘোষণা
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ নীলফামারীর সৈয়দপুরে ফরমানিলমুক্ত মাছ বাজার ঘোষনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে শহরের আধুনিক সবজি মাছ বাজারে ওই সভার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিশ। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র মো. জিয়াউল হক জিয়া, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হক, উপজেলা মৎস্য ও প্রাণি সম্পাদক সম্পকির্ত স্থায়ী কমিটির সদস্য এবং আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা শাখা সভাপতি জুয়েল সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. অহিদুল হক, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার, মাছ ব্যবসায়ী মো. জাবেদ প্রমূখ।

আলোচনা সভা পরিচালনা করেন সহকারি মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায়। এতে সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী,পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ঈশা মিঠু, আওয়ামী লীগের ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজনসহ পাইকারী ও খুচরা মাছ বিক্রেতারা উপস্থিত ছিলেন। সভার বক্তারা বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী। মাছ -ভাত আমাদের প্রধান খাবার।

মাছ আমাদের শরীরের আমিষের চাহিদা পূরণ করে। আর মাছে ফরমালিন দেয়ার কারণে মানুষের শরীরে নানা রকম রোগ বালাই হচ্ছে। সভায় বক্তারা মাছে ফরমালিনের ক্ষতির দিকগুলো তুলে ধরে ফরমালিনমুক্ত মাছ বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here