খবর৭১ঃ
রাজধানীর ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আসন সংখ্যার অতিরিক্ত ভর্তি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ আদালতের আদেশের বিষয়ে জানান, বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত রিটের ওপর আজ মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
তিনি বলেন, পিএসই, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পূর্বে মডেল টেষ্টের নামে টাকা নেওয়া কেন অবৈধ হবে না- রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
তিনি জানান, ভিকারুননিসায় উচ্চ মাধ্যমিকে আসন সংখ্যার অতিরিক্ত ১১ শতাংশ শিক্ষার্থী ভর্তির বিষয়ে রিট করা হয়েছে। সংশ্লিষ্টদের ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।