উত্তরে ১৪০ ও দক্ষিণে ৭১৩ কেন্দ্রে ফল প্রকাশ: দুই সিটিতে এগিয়ে আওয়ামী লীগ

0
494
উত্তরে ১৪০ ও দক্ষিণে ৭১৩ কেন্দ্রে ফল প্রকাশ: দুই সিটিতে এগিয়ে আওয়ামী লীগ

খবর৭১ঃ
প্রাথমিক তথ্যানুসারে দুই সিটিতেই এগিয়ে রয়েছে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস। পিছিয়ে আছেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

শনিবার বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পর এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪০ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের মোট প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৭৫৯। তার বিপরীতে তাবিথ আউয়ালের প্রাপ্ত মোট ভোট ৩২ হাজার ৯১০।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রাপ্ত ৭১৩ কেন্দ্রের ভোটে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ইশরাক পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯৭৫ ভোট।

ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here