ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

0
497

খবর৭১ঃ
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে এ তথ্য জানান বোর্ডের সদস্য ও বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান।

ডা. মোস্তফা জামান আরও বলেন, গঠিত মেডিকেল বোর্ডে কাউকে প্রধান করা হয়নি। এক থেকে ১১ পর্যন্ত সিরিয়াল অনুযায়ী আছেন ১১ জন।

তিনি আরও বলেন, এ সময় ওবায়দুল কাদেরের কথা না বলাই ভালো। আমরা চেষ্টা করছি উনার সঙ্গে কথা না বলতে দেয়ার। কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে আটকানো যাচ্ছে না।

প্রধানমন্ত্রী কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন কোনো নেতাকর্মীকে না ঢুকতে দেয়ার জন্য। তিনি আরও বলেন, সকালে তিনি যে অবস্থা এসেছিলেন এখন তার চেয়ে ভালো। আশা করছি, আরও ভালো হবেন। তবে যেহেতু হার্টের বিষয় আগেও একবার কার্ডিয়াক অ্যারেস্ট ছিল, বাইপাস করা হয়েছে। আজকে সকালেও ওনার ব্লাড প্রেসার অনেক বেশি ছিল।

এখন তিনি অবজারভেশনে রয়েছেন।
এর আগে শুক্রবার সকালে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here