তিন কাউন্সিলর প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ থানা আওয়ামী লীগের

0
979
তিন কাউন্সিলর প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ থানা আওয়ামী লীগের

খবর৭১ঃ দলের সিদ্ধান্ত অমান্য করে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনজনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

কদমতলী থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাসিম মিয়া ও সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন।

আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান বরাবর সুপারিশপত্রে লেখা হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নিদের্শনা অমান্য করে তিনজন বিদ্রোহী প্রার্থী হয়েছে। তাদেরকে দলের পদ ও সাধারণ পদ থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হলো।

যাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তারা হলেন, ৫২ নম্বর ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিন, ৫৩ নম্বর ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী ও কদমতলী থানা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক আসাদুজ্জামান মামুন, ৫৯ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী ও থানা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম (বাবু মাস্টার)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here