বেনাপোলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ভেলু আটক

0
495
বেনাপোলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ভেলু আটক

শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে ৪ কেজি গাঁজাসহ রহমত আলী ওরফে ভেলু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পোর্ট থানা পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩ টার সময় ভেলুর বাড়ি থেকে এ মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ভেলু বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ওয়াহেদ সরদারের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক এনে তার বাড়িতে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এএসআই শরিফুল ইসলাম ও এএসআই রবিউল ইসলাম সেখানে অভিযান চালিয়ে ৪ কেজি গাজাসহ রহমত আলী ওরফে ভেলু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here