ভোটের কারণে শুক্র ও শনিবার বাণিজ্য মেলা বন্ধ

0
486
ভোটের কারণে শুক্র ও শনিবার বাণিজ্য মেলা বন্ধ

খবর৭১ঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী শুক্র ও শনিবার বাণিজ্যমেলা বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে- ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেয়া হয়।

এর আগে গত ১৬ জানুয়ারি ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ১৪ জানুয়ারি ডিএমপি থেকে মেলা দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত দিতে ইসিকে অনুরোধ করা হয়। প্রসঙ্গত: বাণিজ্যমেলা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here