রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিউন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করার প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল সোমবার সকাল ১১টায় পোতাজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী জানান, গত ২৪ জানুয়ারী রাত ৯টায় শাহজাদপুর থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক বিক্রেতা মোতালেব হোসেন (৪৫) দৌড়ে ইউনিয়ন পরিষদের চৌকিদারদের কক্ষে ঢুকে ৭০ পিচ ইয়াবা রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ চৌকিদারদের কক্ষ থেকে ৭০ পিচ ইয়াবা উদ্ধার করে, এসময় আনোয়ার (৩৫) নামের একজন চৌকিদারকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন ২৫ জানুয়ারি ধৃত আনোয়ার ও পলাতক মোতালেবকে আসামি করে মামলা দেয়।
তিনি আরো বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ইন্ধনে কয়েকটি ফেসবুক আইডি থেকে আমাকে জড়িয়ে মিথ্যা, ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পোস্ট করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি জানান, অপপ্রচারকারী ফেসবুক আইডি গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।