রাবিতে র‌্যাগিংয়ের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

0
571
রাবিতে র‌্যাগিংয়ের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

খবর৭১ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের দায়ে একই বিভাগের রাজু আহমেদ নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও পরবর্তীতে র‌্যাগিংয়ে জড়িত না হওয়ার শর্তে ৭ শিক্ষার্থীর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৪৯৫তম সিন্ডিকেট সভায় রাজু আহমেদকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরবর্তীতে র‌্যাগিংয়ে জড়িত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এই মর্মে এক বছরের জন্য বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
এছাড়াও রাজুকে র‌্যাগিংয়ে প্ররোচনার দায়ে একই বিভাগের ৭ শিক্ষার্থীর কাছ থেকে পরবর্তীতে র‌্যাগিং না করার লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে।

তারা হলেন, একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম আলোক, মাজেদুল ইসলাম, মিতু আক্তার, তাসনিমা কামাল, রহিম বাদশা, রিয়াজ রহমান শান্ত ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সুমাইয়া খাতুন শাম্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here