শেরপুর জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
557
শেরপুর জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ছবিঃ শেরপুর থেকে আবু হানিফ।

খবর৭১ঃ

শেরপুর থেকে আবু হানিফঃ বাংলাদেশ কৃষকলীগ শেরপুর জেলা শাখার বর্ধিত সভা ২৫ জানুয়ারী শেরপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা আসাদুজ্জামান বিপ্লব। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহসভাপতি আসাদুজ্জামান স্বপন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম স্বপন, মাহলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী বেগম, সদর উপজেলা শাখার সভাপতি আরিফ হাসান, শহর শাখার সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, নকলার আহ্বায়ক আবুল কালাম আজাদ, শ্রীবরদীর আবুল কাশেম প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে সরকার নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। কাজেই এসরকারের হাতকে শক্তিশালী করতে হলে দেশের কৃষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এ জন্য কৃষকলীগকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here