আইসিজের অন্তর্বর্তী আদেশে বাংলাদেশের বিজয় দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

0
662
আইসিজের অন্তর্বর্তী আদেশে বাংলাদেশের বিজয় দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

খআর৭১ঃ রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) অন্তর্বর্তী আদেশ ঘোষণাকে বাংলাদেশের বিজয় হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার ওই আদেশ ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে এক প্রতিক্রিয়ায় মোমেন বলেন, ‘এটা মানবতা, গাম্বিয়ার ,ওআইসি, রোহিঙ্গা এবং অবশ্যই বাংলাদেশের বিজয়।’

মন্ত্রী বর্তমানে ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডরে অবস্থান করছেন। আদেশ ঘোষণার পর মোমেন আরো বলেন, ‘এটা মানবতার বিজয় এবং সারাবিশ্বের মানবাধিকারকর্মীদের জন্য একটি মাইলফলক। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘স্রষ্টা মানবতা এবং ‘মানবতার জননী’ শেখ হাসিনার কল্যাণ করুন।’

আন্তর্জাতিক অপরাধ আদালত আজ বৃহস্পতিবার এক অন্তর্বর্তী আদেশে মিয়ানমারকে কয়েকটি পদক্ষেপ নিতে বলেছে।

আদালতের আদেশগুলো হলো: মিয়ানমারের সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীকে সব ধরনের গণহত্যার অপরাধ ও গণহত্যার ষড়যন্ত্র থেকে বিরত থাকার নির্দেশ, গণহত্যা সনদের ধারা ২এর আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে সব ধরনের সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতা মিয়ানমারকে পূরণ করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের হত্যা, নিপীড়ন বন্ধ এবং বাস্তুচ্যুতির মতো পদক্ষেপ গ্রহণ থেকে মিয়ানমারের বিরত থাকা। তা ছাড়া মিয়ানমারকে গণহত্যা কনভেনশন মেনে চলতে বলা হয়েছে। গণহত্যার প্রমাণ ধ্বংস করা যাবে না। সশস্ত্র বাহিনী ফের কোনো গণহত্যা ঘটাতে পারবে না। চার মাস পরপর মিয়ানমারকে আদালতে রিপোর্ট দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here