নির্বাচনে মাঠে থাকছেন ৬৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

0
477
নির্বাচনে মাঠে থাকছেন ৬৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

খবর৭১ঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য অপরাধ দমনের লক্ষে ৩০ জানুয়ারি থেকে ৬৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে, ভোটের দিন ও পরের দিন মিলিয়ে মোট ৫ দিন, অর্থাৎ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।

নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু ইব্রাহীম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট্র মন্ত্রণালয়ে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সংঘটিত অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখের আগের দুদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুদিন অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ দিনের জন্য ৬৪ জন বিচারিক হাকিম মনোনয়ন দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here