৯৭ সহকারী জজ নিয়োগ ও পদায়ন

0
453
৯৭ সহকারী জজ নিয়োগ ও পদায়ন

খবর৭১ঃ ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের তাদের নামের পাশে বর্ণিত জেলার জেলা ও দায়রা জজের কাছে আগামী ২৮ জানুয়ারি যোগদান করতে বলা হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে, তিনি যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ২০১৯ সালে ১ জুলাই সংশ্লিষ্ট স্মারকের সুপারিশের ভিত্তিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে শর্তসাপেক্ষে নিয়োগ দেয়া হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রত্যেককে বিভিন্ন জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে তাদের পদায়ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here