ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করলেন সুজন

0
630
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করলেন সুজন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোড় ইউনিয়নের এন,এইচ উচ্চ বিদ্যালয়ে ৫ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে আধুনিক মানের নির্মিতব্য জামে মসজিদ এর ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকালে এ ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি’র জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সুজন ঘোষ, জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবীর, উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, ভানোর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, ভানোর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন সিদ্দীকি প্রমুখ ।

এ ছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, মসজিদ কমিটির সদস্যরাসহ স্থানীয় আলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলামের বিশেষ বরাদ্দে ৫ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ মসজিদটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here