সৈয়দপুরে সফল সমাপ্তি হলো আওয়ামী মৎস্যজীবী লীগের সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

0
602
সৈয়দপুরে সফল সমাপ্তি হলো আওয়ামী মৎস্যজীবী লীগের সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ সৈয়দপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে নেয়া শীতার্তদের মাঝে সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কর্মসূচির ইতি ঘটানো হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় সমাপণী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, আওয়ামী মৎস্যজীবী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি মো. রোকনুজ্জামান সরকার লেমন ও সাধারণ সম্পাদক দেওয়ান সাগর আহমেদ। মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি জুয়েল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সংগঠনের সৈয়দপুর পৌর শাখার সভাপতি মো. ঈশা মিঠু।

এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মেহেদী হাসান সুরুজ মন্ডল,সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান প্রমূখ। সমাপণী অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. মামুন তালুকদার। অনুষ্ঠানে মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এস এম আহসান কবীর বিপ্লবসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সমাপণী অনুষ্ঠানে দুইটি এতিমখানার শিক্ষার্থীসহ দুস্থ, অসহায় ও শীতার্ত প্রায় তিন শ’ মানুষের মাঝে কম্বল তুলে দেন প্রধান অতিথি দেওয়ান কামাল আহমেদ । আওয়ামী মৎসজীবী লীগের সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এক হাজার দুই শত শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে গত ৪ জানুয়ারী শহরের শহীদ তুলশীরাম সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সপ্তাহব্যাপী শীতবস্ত্র কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here