ভোট পেছানোর দাবিতে অনশনরত ২ ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

0
544
ভোট পেছানোর দাবিতে অনশনরত ২ ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

খবর৭১ঃ
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার দিনে ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিন পরিবর্তনের দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুইজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন অনশনরত অপূর্ব চক্রবর্তী ও অর্ক সাহা। এছাড়াও জগন্নাথ হল ইউনিয়নের জিএস কাজল দাসকে স্যালাইন দেওয়া হচ্ছে।

এদিকে, গত কয়েকদিনের আন্দোলনের অংশ হিসেবে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাগো হিন্দু পরিষদ।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here