সোলাইমানিকে হত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিচার দাবি

0
583
সোলাইমানিকে হত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিচার দাবি

খবর৭১ঃ ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আন্তর্জাতিক আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করতে হবে।

তিনি বলেন, ইরানের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে আমেরিকা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে।

রায়িসি আরও বলেন, বিশ্বের সবাই জানে জেনারেল সোলাইমানি ছিলেন সন্ত্রাসবাদ মোকাবেলা ও মজলুমদের প্রতি সহযোগিতার প্রতীক। এ কারণে সোলাইমানি হত্যা একটি সন্ত্রাসী পদক্ষেপ।

আইন অনুযায়ী এই হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব।
বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ এবং ইরানের বিচার বিভাগ ট্রাম্পের এই সন্ত্রাসী পদক্ষেপের শেষ দেখে নেবে বলে তিনি জানান।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বন্দরে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী মার্কিন সেনারা হত্যা করে।

জেনারেল সোলাইমানি ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সেদেশ সফরে গিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সরাসরি নির্দেশে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here