ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুন:খনন কার্যক্রম শুরু

0
720
ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুন:খনন কার্যক্রম শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শেখ হাসিনার ইনোভিশন ড্রেজিং করে নদী শাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুন:খনন প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বুড়ির বাঁধের শুক নদীর রুহিয়া ইউনিয়ন থেকে নারগুন ইউনিয়ন টাঙ্গন নদীর পুন:খনন এবং পৌর শহরের টাঙ্গন নদী ও পাটিয়াডাঙ্গী ইউনিয়নের টাঙ্গন ব্যারেজের মোট ৪৫ কিলোমিটার পুন:খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও এক আসনের সাংসদ ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

পুন:খনন কার্যক্রমের উদ্বোধনি অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারন সম্পাদক দিপক কুমার রায় ,প্রেসক্লাব সভাপতি মনসুর আলি সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যাক্তির কারণে উন্নয়ন ধারাবাহিকতা বাধাগ্রস্থ হচ্ছে। তাই প্রধান মন্ত্রী অবৈধ নদী দখল মুক্ত করার ঘোষনা দিয়েছে। পাশাপাশি দেশের ৬৪টি জলার সকল ছোট বড় নদী, খাল এবং জলাশং পুন:খননের নির্দেশ দিয়েছেন। এর ফলে সকল মৃতপ্রায় নদীগুলো আবারো তাদের স্বাভাবিক গতী ফিরে পাবে। তাই এই খনন কাজে সকলের সহযোগীতা কামনা করেন এমপি।

দেশের ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল, জলাশয় পুন:খনন প্রকল্পের প্রথম পর্যায়ে ঠাকুরগাঁওয়ে মোট ৪৫ কিলোমিটার পুন:খনন কাজের প্রাক্কলিত মূল্য নির্ধারিত হয়েছে ২৭ কোটি ১৪৪ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা। গত বছরের ১১জুলাই থেকে শুরু হয়ে কাজের মেয়াদকাল ধরা হয়েছে চলতি বছরের ২২ শে এপ্রিল পর্যন্ত। ঢাকার শরিফ ম্যনশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here