শুধুমাত্র বিমান ভাড়া দিয়ে শ্রমিক নেওয়ার ইঙ্গিত মালয়েশিয়ার

0
532
শুধুমাত্র বিমান ভাড়া দিয়ে শ্রমিক নেওয়ার ইঙ্গিত মালয়েশিয়ার

প্রাসঙ্গিক কোনও খরচ ছাড়া নেপালের মত শুধুমাত্র বিমান ভাড়া দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) এমনই প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়া কিনি পত্রিকা। তারা সেই প্রতিবেদনে উল্লেখ করে, মালয়েশিয়ায় মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানোর অংশ হিসাবে বাংলাদেশ থেকে শূন্য-ব্যয়ে শ্রমিক নিয়োগর প্রক্রিয়া চলছে।

দেশটির মানব সম্পদ মন্ত্রী বলছেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নতুন চুক্তির শর্তগুলি নেপালের কর্মী নিয়োগের ক্ষেত্রে যে রকম চুক্তি হয়েছে তার অনুরূপই হবে বাংলাদেশের সঙ্গেও ।
গত রবিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের ব্যয় ও স্বচ্ছতা ব্যবস্থার সমাধান না হওয়ার আগে বাংলাদেশ সরকার মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবেনা এ কথা জানানোর একদিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেওয়ার বার্তা দিলেন সে দেশের মানব সম্পদ মন্ত্রী এম কুলা সেগারান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here