মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ দীর্ঘদিন আত্মগোপনে থেকেও রেহাই পেলনা চেক সংক্রান্ত মামলার সাজাপ্রাপ্ত আসামি ওসমান গণি (৩৮)। গতকাল শনিবার রাতে পুলিশের হাতে ধরা খেয়েছে সে। আজ রবিবার সকালে তাঁকে নীলফামারী জেলা কারাগারে পাঠিয়েছে সৈয়দপুর থানা পুলিশ।
পুলিশ জানায়,সৈয়দপুর শহরের কুন্দল এলাকার সমশের আলীর পুত্র মো. ওসমান গণির নামে বিগত ২০১১ সালে নীলফামারী আদালতে চেক সংক্রান্ত একটি মামলা হয়। ওই মামলায় আদালত ওসমান গণিকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদন্ড দেন।
তাঁর অনুপস্থিতিতে রায় হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে পরোয়ানাটি থানায় এলে পুলিশ তাঁকে গ্রেফতার করতে তাঁর বাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কিন্তু প্রতিবারই সে থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। এ অবস্থায় দীর্ঘদিন পলাতক ছিল সে। তবে সোর্সের দেয়া সংবাদে পুলিশ জানতে পারে পলাতক আসামি ওসমান তাঁর বাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে থানা পুলিশ কুন্দল এলাকায় ওই আসামির বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
পরে তাঁকে আজ রবিবার নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।