মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে নানা আয়োজনের লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার’র নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর গভর্ণর লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন পিএমজেএফ। এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর দ্বিতীয় ভাইস গভর্ণর লায়ন মো. জালাল আহমেদ এমজেএফ।
এছাড়াও অভিষেকে সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর চীফ কো-
-অর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওহাব এবং ডিস্ট্রিট কো-অর্ডিনেটর লায়ন ড. মো. বশির উল্লাহ পিএমজেএফ।
দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর সভাপতি লায়ন মো. গোলাম মোস্তফা মহব্বত। এরআগে অনুষ্ঠানে শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জাননো হয়। পরে অতিথিদের পরিচয় করিয়ে দেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর ডিস্ট্রিট কো-অর্ডিনেটর লায়ন ড. মো. বশির উল্লাহ পিএমজেএফ। আর লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর ডাইরেক্টর লায়ন মো. আজমল সরকার নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। এরপর অনুষ্ঠানে লায়ন সদস্যদের আনুগত্যের শপথ বাক্য পাঠ করান লায়ন মো. রেজাউল হক। পরে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন পিএমজেএফ।
এ ছাড়াও অনুষ্ঠানে নবাগত লায়ন সদস্য মো. আতাহার হোসেন বাদশাকে শপথবাক্য পাঠ করান লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন মো. জালাল আহমেদ এমজেএফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন সাংবাদিক আমিনুল হক।
গোটা অনুষ্ঠান উপস্থাপনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক মো. ফারুক আহমেদ ও সহকারি শিক্ষিকা বিলকিছ বানু। পরে একটি সংক্ষিপ্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইশামনি ও তাঁর দল দলীয় সংগীত এবং ইশামনি এককভাবে নৃত্য পরিবেশন করে।
সবশেষে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন শীতার্তদের হাতে ওই শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি,সুধীজন, সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সকল সদস্য,সানফ্লাওয়ার স্কুলের শিক্ষক-শিক্ষিকা ওশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।