ছাত্রলীগের নামের সঙ্গে দুর্নাম মানায় না : ওবায়দুল কাদের

0
476

খবর৭১ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের নামের সঙ্গে দুর্নাম মানায় না, তাদের সুনামের ধারায় ফিরতে হবে।

বুধবার বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্রোতের প্রতিকূলে লড়াই করে যারা টিকে থাকতে পারবে তারাই সত্যিকারের নেতা হতে পারবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিকে পুঁজি করে ভাগ্যের উন্নয়ন করতে চাইলে তাদের ছাত্রলীগ করার দরকার নাই।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চলছে, সেই সংগ্রামে ছাত্রলীগেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here