তিন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পাল্টালো আ.লীগ

0
538
ঢাকা সিটিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত, আনুষ্ঠানিক ঘোষণা কাল

খবর৭১ঃ ঢাকার দুই সিটির তিনটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পাল্টিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা উত্তর সিটির একটি এবং দক্ষিণ সিটির দুটি।

রবিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে ইকবাল হোসেন তিতুকে। তিনি মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য। এর আগে এই ওয়ার্ডে প্রার্থী করা হয়েছির মুরাদ হোসেনকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে গোলাম আশরাফ তালুকদারকে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এর আগে এই ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল ম ম মামুন রশিদ শুভ্রকে।

আর দক্ষিণ সিটির ৩৩নং ওয়ার্ডে নতুন প্রার্থী করা হয়েছে আউয়াল হোসেনকে। তিনিও ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর। এর আগে এখান থেকে আওয়ামী লীগ প্রার্থী করেছিল ইলিয়াস রশীদকে।

দুপুরে দুই সিটিতে ১২৯ জন কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here