সৈয়দপুর সরকারি কারিগরী কলেজে গ্রান্ড রি ইউনিয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত

0
483
সৈয়দপুর সরকারি কারিগরী কলেজে গ্রান্ড রি ইউনিয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্রান্ড রি ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের বিমানবন্দর সড়কের পাশে কলেজ চত্বরে “প্রাণ রাখি প্রাণে, শেকড়ের টানে” শ্লোগানে গ্রান্ড রি ইউনিয়ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বিশাল মঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ডকুমেন্টরী প্রদর্শন, স্মৃতিচারণা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল পৌণে ১০টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তীব্র শীত উপেক্ষা করে এ শোভাযাত্রায় প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষক- শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বাদ্যযন্ত্রের তালে তালে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন। প্রতিষ্ঠান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সৈয়দপুর সরকারি কারিগরী কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

বেলা ১১ টায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্রান্ড রি-ইউনিয়নের মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ড. প্রফেসর আনোয়ারুল মোস্তফা। সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক ছিলেন অনুষ্ঠানের সভা প্রধান।

সভায় স্বাগত বক্তব্য বলেন কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রকৌশলী. ড. মো. মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. শাহাদত হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সহকারি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস্ সালাম, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়া, মিসেস্ সফুরা বেগম ও মোছা. কামরুন্নাহার প্রমূখ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের শিক্ষক ইসমত জেরিন মান্নান।

জুম্মার নামাজের বিরতি শেষে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃুতিচারণ করেন। পরে দুই দফায় প্রাক্তন শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শেষে সংগীত শিল্পী ইবরার টিপু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিপুল সংথ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে,এ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্রান্ড-রি ইউনিয়ন উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে সাজসজ্জা করা হয়। আলোকমালায় সজ্জিত করা হয় প্রতিষ্ঠান ভবন। একদিনের এ অনুষ্ঠানে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে অবস্থান করা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী ছুঁটে আসেন। এতে পুরো প্রতিষ্ঠান চত্বর এক মিলন মেলায় পরিনত হয়। দীর্ঘদিন পর বন্ধু-বান্ধবরা একে অপরকে কাছে পেয়ে পরস্পরকে জড়িয়ে ধরেন। সকলেই একে অপরকে নিজের ক্যামেরা বন্দি ও সেলফি তুলেন।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ দেশে-বিদেশে সরকারি-বেসরকারি নানা পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন। গত ২০১৭ সালে ২৩-২৪ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সূর্বণ জয়ন্তী উৎসব পালন করা হয়। সে সময় গঠন করা হয় সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here