হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ ছাতকে বিডি ক্লিনের উদ্যোগে শহর পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শুক্রবার শহর পরিচ্ছন্ন কার্যক্রম চালায় বিডি ক্লিনের সদস্যরা। গতকাল শুক্রবার পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার পূর্বে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে বিডি ক্লিনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক প্রেক্লাবের সেক্রেটারী আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক মাহমুদ আলম ও আমির আলী উপস্থিত ছিলেন। এস ময় তারা গ্লাফস পরে হাতে ঝাড়–, বেলচা, কুদাল নিয়ে শহরের অলি-গলি ও ড্রেন পরিস্কার কাজে লেগে পড়ে বিডি ক্লিনের ব্যানারে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে সারা দেশে একই সময়ে ১৮ হাজার বিডিক্লিন কর্মী পরিচ্ছন্নতার কাজ করেছে বলে জানান, মাহবুল আলম তানিম। এসময় ইন্সট্রাকটর মুজিবুল ইসলাম, শিক্ষার্থী অভি আম্বিয়া, জোনায়দ আহমদ শুভ, জুবায়ের হোসাইন, নাজিম উদ্দিন, জাবেদ আহমদ, ইমন আহমদ, শ্রাবন্তি দাস, নাজমুল হোসেন, আবিদ হাসান, চুমকী, বিউটি, আবু আনসার, পূর্ণিমা, সুমন আহমদ, শোভা, কেয়া, জুবায়েদ আহমদ, জীবন দাস, রায়হান আলম ও ক্ষুদে কর্মী রাহাতসহ ৮৪ জন কর্মী পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ছিল।