ঠাকুরগাঁওয়ে ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর!

0
789
মুরাদনগরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে খেলতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর। বাড়ীর পার্শ্বে রাস্তায় খেলার সময় ইজিবাইকের ধাক্কায় নীরব নামে ৫ বছরের শিশুর মর্মাত্মিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩টার সময় ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নীরব ওই এলাকার কানাই মোহাম্মদের। ছেলে। নীরবের বাবা জানায়, বিকালে খেলতে খেলতে কোন এক সময় রাস্তার পার্শ্বে চলে আসে নীরব। এ সময় ঘাতক ইজিবাইকটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিরবকে অাহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে পৌছানোর পূর্বে মৃত্যুর কোলে ঢলে পড়ে নীরব। এ ঘটনায় নীরবের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ইজিবাইকটিকে আটক করা সম্ভব হয়নি। এর আগে গত ২১ ডিসেম্বর ওই এলাকায় বাস চাপায় আসাদুজ্জামান বাবুল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। তিনি সদর উপজেলা পরিষদের কর্মচারী ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here