সৈয়দপুরে ক্যাম্পবাসীদের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

0
516
সৈয়দপুরে ক্যাম্পবাসীদের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ
সৈয়দপুরে ক্যাম্পবাসীদের মাঝে কম্বল বিতরণ করছেন নীলফামারী জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল মোতালেব সরকার। ছবিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাসিম আহমেদসহ অন্যদের দেখা যাচ্ছে। ছবিঃ মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে সৈয়দপুরে অবাঙ্গালীদের ক্যাম্পে বসবাসকারী ১৪০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শহরের বঙ্গবন্ধু সড়কের চামড়াগুদাম ক্যাম্পে ৪০টি, একই সড়কের বাঙ্গালীপুর ৭নং ক্যাম্পে ৩০টি, ৫নং ক্যাম্পে ৫৫টি এবং মোস্তফা ক্যাম্পে ১৫টি কম্বল বিতরণ করা হয়। এসময় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন নীলফামারী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মোতালেব সরকার। সাথে ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, নীলফামারী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস.এ হায়াত, সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার সৈয়দপুর উর্দূভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির নেতা মাজিদ ইকবাল প্রমুখ ।

এর আগে গত শনিবার রাতে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ছিন্নমুল মানুষজনের গায়ে কম্বল জড়িয়ে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ। একই রাতে কামারপুকুর গুচ্ছগ্রামে বসবাস করা পরিবারদের মাঝেও কম্বল বিতরণ করেন তিনি। ওইরাতে ইউএনওর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার,পরিবেশ কর্মী আলমগীর হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here