জাতীয় ঐক্যফ্রন্ট’র স্টিয়ারিং কমিটি বৈঠক আজ

0
524
জাতীয় ঐক্যফ্রন্ট'র স্টিয়ারিং কমিটি বৈঠক ২৩ ডিসেম্বর
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহসীন রশীদ, গণস্বাস্থ্য’র ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পরবর্তী করণীয়, ডাকসু ভিপি নুরের ওপর হামলা, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here