শাহজাদপুরে প্রান্তিক কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

0
475
শাহজাদপুরে প্রান্তিক কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুস্থ ও প্রতিবন্ধি সোসাইটি শাহজাদপুর পৌর শাখার উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধি ও প্রান্তিক কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে প্রান্তিক কৃষকদের বিশেষ সুযোগ সুবিধা এবং বরাদ্দ নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুস্থ ও প্রতিবন্ধি সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর মণ্ডলের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুস্থ ও প্রতিবন্ধি সোসাইটি, শাহজাদপুর পৌর শাখার আহ্বায়ক মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বেল্লাল হোসেন, সাহেদ আলী শেখ, শাহাদৎ হোসেন, আব্দুর রাজ্জাক, মোঃ শাহীন প্রমুখ। বক্তারা প্রান্তিক কৃষকদের স্বপ্নের শস্যের ন্যায্য মূল্য ও বিভিন্ন অধিকার নিয়ে সচেতনতা মূলক বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here