খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে নাতি- -নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব, ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে মোস্তফা কামালের মৃত্যু সংবাদে গোটা শহরে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মত একনজর দেখতে তার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবরা শহরের বাঁশবাড়ি মহল্লায় মরহুমের বাসভবনে ভীড় জমায়। সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। তাদের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। এদিকে মরহুমের জানাজার নামাজ আজ(রবিবার)বাদ নামাজে এশা শহরের বাঁশবাড়ীস্থ টালী মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে।
পরে মরহুমকে শহরের গোলাহাট কবরস্থনে দাফন করা হবে। প্রসঙ্গতঃ মরহুম মোস্তফা কামাল ছিলেন সৈয়দপুরের খালেদ গুল কোম্পানীর মালিক শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহাব উদ্দিনের ছোট ভাই এবং সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী মো. কামরান তারেক ও ডা. মো. হাসান তারেকের বাবা এবং ইউসুফ ডেইরী ফার্মের মালিক রোটারিয়ান মিন্টুর চাচা।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম নীলফামারী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভেকেট তুষার কান্তি রায়, অ্যাডভোকেট হিল্লোল রায়, অ্যাডভোকেট জয়শ্রী দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, ক্রীড়া সংগঠক মো. জোবায়দুর রহমান শাহিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবিদ হোসেম লাড্ডান, সাংবাদিক কাজী জাহিদ, নজরুল ইসলাম,তোফাজ্জল,হোসেন লুতু, জিকরুল হক, নজির হোসেন নজু, গোপাল চন্দ্র রায় প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।