মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ২০১৯-২০অর্থ বছরে প্রান্তিক চাষীদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লক্ষে প্রথমবারের মত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করেছে উপজেলা প্রশাসন ও অভ্যন্তরীন সংগ্রহ কমিটি। বুধবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এই কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও অভ্যন্তরীন সংগ্রহ কমিটির সভাপতি অভিষেক দাশের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও অভ্যন্তরীন সংগ্রহ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন আহাম্মেদ সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, জেলা পরিষদ সদস্য ও কৃষক প্রতিনিধি খায়রুল আলম সাধন, পল্লী স য় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মৃনাল মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।