খবর৭১ঃ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ যাত্রী। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালসহ ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ীর জেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের জামান শেখের ছেলে মিজান শেখ (২৫), কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ফরমান মণ্ডল(৭০), কুষ্টিয়া জেলার সদর থানার আবুল কাশেমের ছেলে মিলন (২৭)। অন্য দুইজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে তিনটার কিছুক্ষণ পর কুষ্টিয়াগামী লালন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ পরিবহনের মাঝামাঝি আঘাত করলে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মো. শওকত আলী জোয়াদ্দার জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।