মুরাদনগরে নারীসহ চার মাদক কারবারি আটক

0
817
মুরাদনগরে নারীসহ চার মাদক কারবারি আটক
ছবিঃ মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলো, উপজেলার হায়দারাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহবুবুর রহমান মাহবুব (৩০), মাহবুবুর রহমানের স্ত্রী মুক্তা আক্তার (২০), বাখরনগর গ্রামের সিরাজুল ইসলাম সরু মিয়ার ছেলে আবদুল কাইয়ুম (৩০) ও জেলার বি-পাড়া থানার সাজঘর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোস্তাফিজুর রহমান পাভেল (৩৩)। জানাযায়, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো এই চক্রটি।

বিভিন্ন থানায় একাধীক মাদক মামলাও রয়েছে তাদের নামে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহাম্মেদের নেতৃত্বে একদল পুলিশ বাখরনগর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আবদুল কাইয়ুমের ঘর থেকে ২ হাজার পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here