ঠাকুরগাঁও হাসপাতালে পড়ে রয়েছে এক অজ্ঞাত বৃদ্ধ’র লাশ

0
557
ঠাকুরগাঁও হাসপাতালে পড়ে রয়েছে এক অজ্ঞাত বৃদ্ধ’র লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে পড়ে রয়েছে এক অজ্ঞাত (৬৫) বৃদ্ধ’র মরদেহ।পরিচয় না থাকা এ মরদেহ নিয়ে বিপাকে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে আজ শনিবার (১৪ ডিসেম্বর) পুলিশ লাশের ময়নাতদন্ত করে আবারও লাশটি মর্গে রেখে দেয়।

হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাতে কে বা কাহারা ওই অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে রেখে চলে যায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধটিকে দেখলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই হাসপাতালের মর্গে পড়ে রয়েছে তার মরদেহ।

এ বিষয়ে সদর থানার এসআই বাবুল জানান, হাসপাতালের অজ্ঞাত মৃত ব্যক্তিটির আজ সকালে ময়নাতদন্ত করা হয়েছে।তার নাম-পরিচয় না জানার কারণে আবার তার মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় সন্ধানে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here