তিন দিনের রিমান্ডে সংগ্রাম পত্রিকার সম্পাদক

0
441
তিন দিনের রিমান্ডে সংগ্রাম পত্রিকার সম্পাদক
দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক মো. আবুল আসাদ। ছবিঃ সংগৃহীত।

খবর৭১ঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাবাদের জন্য দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক মো. আবুল আসাদকে তিন দিন রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক গোলাম আজম মামলার সুষ্ঠু তদন্তের জন্য শনিবার দুপুর তাকে আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

এর আগে শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here