ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ৪নং ওয়ার্ড পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় পৌরসভার সরকার পাড়া ৪নং ওয়ার্ড অায়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো:তৈমুর রহমান। এ সময় রফিকুল ইসলাম স্প্রিটের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে রাখেন আলহাজ্ব এ্যাড.মোঃ আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,নূর করিম,ফারুক হোসেন,মুরাদ হোসেন,জাফুরুল্লাহ্,দেলোয়ার হোসেন,সত্যজিৎ কুমার কুন্ডু,মেহেদি হাসান জুয়েল,তারিক অাদনান,মোস্তাকিম,সহিদুল ইসলাম,মোস্তাফিজুর রহমান লিটু,আব্দুল অাউয়াল অানান,নুরুননবী দুলাল,অালহাজ্ব নাসিরউদ্দীন জেলা স্বেচ্ছা সেবক দল সভাপতি সরকার মো:নুরুজ্জামান নুরু, সাংগঠনিক সম্পাদক জে,ছা,দ সুমন ইসলাম প্রমুখ।
এ সময় বক্ত্যারা তাদের সর্বস্তরের নেতা কর্মীদের অাগামিতে সকল প্রকার অান্দলনে অংশ গ্রহণ করার অাহবান জানান। সেই সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন বক্তারা। বক্তারা অারও বলেন,অাওয়ামীলীগ অর্থ লুট ব্যাংক লুট দেশটাকে লুট করে ফেলেছে। এখন তারা নিজেদের ভিতরে শুদ্ধি অভিযান পরিচালনা শুরু করেছে। অামাদের ঠাকুরগাঁওয়ে কি উন্নয়ন হয়েছে। মানুষের কল্যানের নামে অাওয়ামীলীগের ঠিকাদাররা কাজের অাগেই বিল উঠিয়ে খেয়ে ফেলে। এখানে সাধারণ মানুষের কোনও উন্নয়ন হয়নাই। দেশে বেকারত্বর সংখ্যা বহুগুন। যা একটি দেশের বড় ক্ষতিরই একটি অংশ।
তাই সকলকে নিজের অধিকার রক্ষা করার জন্য রাজ পথে অান্দোলন করতে হবে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রভাষক সেলিম রেজা।