চট্টগ্রাম-৮ উপনির্বাচন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ খান

0
453
চট্টগ্রাম-৮ উপনির্বাচন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ খান

খবর৭১ঃ বিএনপি থেকে সদ্য পদত্যাগকারী দলটির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার পক্ষে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমা দেওয়া হবে।

মোর্শেদ খান বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তার ব্যক্তিগত সহকারী আতাউর ও আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক বুধবার তার মনোনয়ন ফরমের যাবতীয় কাজ সম্পন্ন করে চট্টগ্রামে নিয়ে গেছেন। বৃহস্পতিবার সকালে তারা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট অফিসে তা জমা দেবেন।

উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য চট্টগ্রাম-৮ আসনে আগামী ১৩ জানুয়ারি নির্বাচন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here